Saturday, May 18, 2024
দেশ

ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন, ভারতীয় জওয়ানদের গুলিতে নিহত ৪ পাকিস্তানি সেনা

শ্রীনগর: করোনার জেরে কার্যত থমকে আছে গোটা বিশ্ব। প্রতিদিনই বাড়ছে সংক্রমণ ও মৃতের সংখ্যা। একদিকে সারা বিশ্ব মারণ ভাইরাসের প্রতিষেধক খোঁজার চেষ্টা চালাচ্ছে অন্যদিকে প্রতিদিন সংঘর্ষবিরতি লঙ্ঘন করেই চলেছে পাকিস্তান। শুক্রবার সকালে ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাক সেনা। পাল্টা ভারতীয় সেনারা জবাব দিলে ৪ পাকিস্তানি সেনা নিহত হন। পাশাপাশি, ৫ জন আহত হন। ধ্বংস করা হয়েছে কমপক্ষে ৩টি পাকিস্তানি সেনাঘাঁটিও।

জানা যায়, শুক্রবার সকাল থেকেই জম্মু-কাশ্মীরের পুঞ্চের সীমান্ত এলাকায় জনবসতি লক্ষ্য করে গুলি ও গোলা ছুঁড়তে থাকে পাকিস্তান। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা জওয়ানরাও। গুলির লড়াইয়ে পাকিস্তানের ৪ সেনার মৃত্যু হয়। আহত হয়েছেন আরও পাঁচ পাক সেনা। এছাড়া পাকিস্তানের ৪টি সেনাঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় সেনা। তবে ভারতীয় সেনার কেউ হতাহত হয়নি।

উল্লেখ্য, গত ৭ দিন ধরে লাগাতার সংর্ঘষবিরতি লঙ্ঘন করে গুলি ছুঁড়ছে পাকিস্তান। বৃহস্পতিবার সকাল থেকে পুঞ্চের তিনটি সেক্টরে টানা গুলি ছুঁড়তে শুরু করে পাক সেনা। এতে কাসবা গ্রামের এক বাসিন্দা নিসার আলি গুরুতর জখম হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি, ওই এলাকার দুটি বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

প্রসঙ্গত, বেহাল অর্থনীতিকে টেনে তুলতে শনিবার থেকেই লকডাউন তুলে নিয়েছে পাকিস্তানের ইমরান খান সরকার। পাকিস্তানে মোট সংক্রমিতের সংখ্যা ২৭ হাজার ৪৭৪ জন। সংক্রমণে মৃতের সংখ্যা ৬১৮ জন।