‘এক দেশ, এক নির্বাচন’ প্রস্তাবের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রীসভা, সমর্থন মায়াবতীর
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ‘এক দেশ এক নির্বাচন’ প্রস্তাবের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রীসভা। বুধবার কেন্দ্রীয় মন্ত্রীসভার তরফে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে গঠিত কমিটির প্রস্তাবনা গ্রহণ করা হয়। শীতকালীন অধিবেশনে এই সংক্রান্ত প্রস্তাবনা পেশ করা হতে পারে। এই বিল আইনে পরিণত হলে দেশজুড়ে বিধানসভা এবং লোকসভা ভোট একসঙ্গে অনুষ্ঠিত হবে।
এদিকে, ‘এক দেশ এক নির্বাচন’ নিয়ে মোদী সরকারকে সমর্থন জানালেন বহুজন সমাজবাদী পার্টির নেত্রী মায়াবতী। বুধবার টুইটে করে সমর্থন জানান বিএসপি নেত্রী।