Sunday, April 28, 2024
দেশ

সেনাবাহিনীতে মুসলিমদের ৩০ শতাংশ কোটা চাই: গুলাম রসুল বেলায়াভি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সেনাবাহিনীতে ধর্মের ভিত্তিতে সংরক্ষণের দাবি জানালেন বিহারের সংখ্যালঘু নেতা গুলাম রসুল বেলায়াভি। ওই জেডিইউ নেতা দাবি করেন, বিজেপি সবসময় সেনাবাহিনীর সাফল্যের আড়ালে লুকিয়ে পড়ে।

মঙ্গলবার পুলওয়ামা হামলার বর্ষপূর্তিতে গুলাম রসুল বলেন, “প্রধানমন্ত্রী মোদি যদি পাকিস্তানের সঙ্গে মোকাবিলা করতে ভয় পান, তাহলে সেনাবাহিনীতে মুসলমানদের ৩০ শতাংশ চাকরি দিন। পাকিস্তান যখন ভারতকে ক্ষেপণাস্ত্রের হুমকি দিচ্ছিল, তখন নাগপুরের কোনো বাবাই জবাব দিতে আসেননি। সে ছিল একজন মুসলিমের ছেলে যার নাম এপিজে আব্দুল কালাম।”

তিনি আরও বলেন, “বাবা রামদেব ভারতীয় নন এবং পাকিস্তানের লস্কর-ই-তৈয়বার সাথে তার সংযোগ রয়েছে। বাবা রামদেব এত বিপুল সম্পত্তি কোথা থেকে জমিয়েছেন তা খুঁজে বের করতে তদন্তের দাবি জানাই। বাবা রামদেবের ওষুধ ও অন্যান্য পণ্য উৎপাদন সহ ব্যবসার তদন্তেরও দাবি জানাই।”

তিনি বাগেশ্বর ধামের ধীরেন্দ্র শাস্ত্রীকে নিয়েও প্রশ্ন তোলেন। তিনি হিন্দু নেতাকে টার্গেট করে বলেন, “বাবা বাগেশ্বর কোথা থেকে এসেছেন তা অজানা। আমরা তাকে চিনি না। আমরা শুধু সংবিধান ও বিচার বিভাগ জানি। আমাদের দেশে এ ধরনের অপকর্মের কোনো স্থান নেই। পোশাক এবং মেকআপ আমাদের বিভ্রান্ত করতে পারে না।”

উল্লেখ্য, ভারতীয় সেনাবাহিনীতে বর্ণ বা ধর্মভিত্তিক নির্বাচনের কোনো ধারণা নেই। সৈন্যদের শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতে বাছাই করা হয় এবং সেখানে ধর্ম, বর্ণ, জাতি কোনও ইস্যু নয়।