Sunday, May 19, 2024
রাজ্য​

ভোটের আগেই আজ রাজ্যে আসল ২ কোম্পানি আধাসেনা

কলকাতা: বিধানসভা ভোটের এখনও কয়েক সপ্তাহ বাকি। তার আগেই আজ, শুক্রবার, বছরের প্রথম দিনেই রাজ্যে আসছে আরও ২ কোম্পানি সিআরপিএফ। উল্লেখ্য, বিজেপির অনেকদিনেরই দাবি, রাজ্য পুলিশ নয়, কেন্দ্রীয় বাহিনী দিয়েই নির্বাচন করা হোক। সেই দাবি মেনে রাজ্যে আসছে ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রসঙ্গত, এই দুই কোম্পানি ধরে রাজ্যে এখন ৩৯ কোম্পানি আধাসেনা মোতায়েন রয়েছে।

জানা গিয়েছে, বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা দিতে এই ২ কোম্পানি সিআরপিএফ আপাতত ব্যবহার করা হবে। ভোট পর্যন্ত থাকবেন এই বাহিনী। আপাতত দুর্গাপুর ও খড়গপুরে রাখা হবে তাঁদের। প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হবে তাঁদের। এদিকে, রাজ্যের শাসক দল তৃণমূলের দাবি, বিজেপি নেতাদের নিরাপত্তা দিতেই আগাম এই কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছে মোদী সরকার।

এখনও রাজ্যে নির্বাচনী আচরণবিধি লাঘু হয়নি। তার আগেই এই বাহিনী রাজ্যে মোতায়েন নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। জানিয়ে রাখি, গত ডিসেম্বরের শুরুতে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনা ঘটে। তার পরেই অভিযোগ ওঠে, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠিও লেখেন। বিস্তর জলঘোলা হয় বিষয়টি নিয়ে।

এদিকে, অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। তাকে আগেই জেড ক্যাটাগরি নিরাপত্তা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এছাড়া সদ্য বিজেপিতে যোগ দেওয়া একঝাঁক নেতার নিরাপত্তাও বাড়ানো হয়েছে। সদ্য বিজেপিতে যোগ দেওয়া পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল মণ্ডলও ১০ জন বাহিনীর সুরক্ষা পেয়েছেন।