Tuesday, May 7, 2024
দেশ

অসমের করিমগঞ্জ থেকে গ্রেফতার ১৫ রোহিঙ্গা

গুয়াহাটি: অবৈধ ভাবে ভারতে প্রবেশের দায়ে ১৫ রোহিঙ্গা নাগরিককে আটক করল পুলিশ। শনিবার অসমের করিমগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে তাদের। উত্তরপ্রদেশের আলিগড় থেকে ত্রিপুরা যাচ্ছিল তারা। রেল স্টেশনে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে থাকায় সন্দেহ হয় রেল পুলিশের। তখনই গ্রেফতার করা হয় ১৫ রোহিঙ্গাকে। আটককৃত রোহিঙ্গাদের স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া দিয়েছে রেল পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ওই ১৫ রোহিঙ্গারা অবৈধ ভাবে ভারতে ঢুকে গত এক দশক ধরে ভারতে বসবাস করছিল। উত্তরপ্রদেশের আলিগড়ে নির্মাণ শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করছিল তারা। তবে হঠাৎ উত্তরপ্রদেশ থেকে ত্রিপুরায় কেন যাচ্ছিল তারা, তা জানতে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। এ বিষয়ে আরপিএফয়ের সাবইনস্পেক্টর বিনোদ কুমার রায় জানিয়েছেন,  ১৫ রোহিঙ্গার মধ্যে ৬ জন শিশু আছে (৪ টে ছেলে, ২ জন মেয়ে), ৬ জন পুরুষ এবং ৩ জন মহিলা।

গত ২২ জুলাই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস করে বদরপুরে পৌঁছয় তারা। সেখানে একটি লজে দুই দিন কাটায় তারা। এরপর শনিবার সকালে ত্রিপুরার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল তাদের। শনিবার সকাল ৯টা নাগাদ তাদের প্ল্যাটফর্মে বসে থাকতে দেখা যায়। তাদের ভাষা, আচরণে ভিন্নতা লক্ষ্য করা যায়। তাদের দেখে সন্দেহ হয় রেল পুলিশের।

সাধারণ চেক আপের সময় তাদের কাছে টিকিট এবং নথি দেখতে চাওয়া হয়। তবে কোনও বৈধ নথি বা টিকিট দেখাতে পারেননি তারা। তাদের কাছে থাকা নথি থেকে জানা যায়, তারা মায়ানমারের নাগরিক। অবৈধ ভাবে ভারতে প্রবেশ করে তারা। ভারতীয় নথি না থাকায় টিকিট কাটতে পারেনি তারা। রেল পুলিশ গ্রেফতার করে ১৫ রোহিঙ্গাকে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া দেয়।