Sunday, May 19, 2024
দেশ

‘ভারত জোড়ো’ আন্দোলনের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি: ব্রিটিশ শাসনের অবসান ঘটাতে ‘ভারত ছাড়ো’ আন্দোলনের ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধী। সেটা ছিলো চারের দশকের ঘটনা। স্বাধীনতার ৭০ বছর পর দেশবাসীর উদ্দেশে ‘ভারত জোড়ো’র ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানের ৭৯ তম পর্বে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এদিন ‘মন কি বাত’ অনুষ্ঠানে নরেন্দ্র মোদী বলেন, দেশের মানুষকেই একে অন্যের পাশে দাঁড়াতে হবে। একজন আরেকজনের পাশে দাঁড়ালে আরও শক্তিশালী হয়ে উঠবে ভারত। বিচ্ছিন্নতাকে দূর করতে হবে। দেশের জন্য সামর্থ্য অনুযায়ী কাজ করতে হবে।

দেশবাসীর উদ্দেশ্যে মোদী বলেন, দেশের স্বাধীনতা দিবস, কার্গিল দিবস, খাদি এবং দেশীয় পণ্য বিক্রির ওপর জোর দিতে হবে। যখন কেউ স্বাধীনতা আন্দোলন এবং খাদির কথা বলে তখন মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) কথা স্মরণে আসা স্বাভাবিক। গান্ধীজির নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়েছিল। আর এখন প্রত্যেক ভারতবাসীকে ভারত জোড়ো আন্দোলনের মাধ্যমে পরস্পরকে পরস্পরের সাথে জুড়ে দিতে হবে।

পাশাপাশি, ১৫ আগস্ট, স্বাধীনতা দিবসে সকলকে জাতীয় সঙ্গীত গাওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। জাতীয় সঙ্গীত গাওয়ার সময় রেকর্ড করার কথা বলেছেন তিনি। স্বাধীনতার ৭৫ তম বছর পূর্তির আগে ‘রাষ্ট্রগান ডট ইন’ নামে পোর্টাল চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিনি বলেন, জাতীয় সঙ্গীত গেয়ে ‘রাষ্ট্রগান ডট ইন’ পোর্টালে আপলোড করুন। ৭৫ লাখ ভিডিও আপলোডের লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র। স্বাধীনতার ৭৫ তম বর্ষ উপলক্ষে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ও পালনের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক।

এদিনের ‘মন কি বাত’ অনুষ্ঠানেও ‘আত্মনির্ভর ভারত’ গড়ার ডাক দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ৭ আগস্ট জাতীয় হস্তশিল্প দিবস বা ন্যাশানাল হ্যান্ডলুম ডে পালিত হবে। এদিন হস্তশিল্পীদের কাছ থেকে সাধ্যমতো জিনিস কেনার আর্জি জানান নরেন্দ্র মোদী।