Friday, April 26, 2024
দেশ

রাজ্যে ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু

কলকাতা: রাজ্যে ডেঙ্গুর প্রকোপ কমছেই না। মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এছাড়া জ্বর নিয়ে হাসপাতালগুলোতে হাজারো মানুষের লাইন।

ডেঙ্গু জ্বরে গত সোমবার (০৬ নভেম্বর) রাত থেকে মঙ্গলবার (০৭ নভেম্বর) রাত পর্যন্ত আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে উত্তর ২৪ পরগনার ছয়জন, দক্ষিণ ২৪ পরগনার একজন, কলকাতার দুজন এবং পূর্ব মেদিনীপুরে দুজন। তাদের মধ্যে যুবক, মধ্যবয়সী থেকে বৃদ্ধরাও রয়েছেন।

যদিও রাজ্য সরকারের দাবি, ডেঙ্গু নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ দাবি মানতে নারাজ কেন্দ্রীয় সরকার। বিজেপি নেতৃবৃন্দ ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থতার তীব্র সমালোচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যে ‘ডেঙ্গুশ্রী’ উপাধি দিয়েছে।

বিজেপির দাবি, ডেঙ্গুতে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন অন্তত ৪০ হাজার।