কলকাতা বিমানবন্দরে ১৫ কোটি টাকার কোকেন-সহ গ্রেফতার বিদেশিনী
কলকাতা: আজ, সকালে কলকাতা বিমানবন্দরে ১ কেজি ২০০ গ্রাম কোকেন-সহ গ্রেফতার হল এক বিদেশিনী ৷ চকোলেটের মোড়কের আড়ালে ছিল ওই কোকেন।
পুলিশ জানিয়েছে, ব্রাজিল থেকে দুবাই হয়ে এদিন কলকাতায় আসে ৪৩ বছর বয়সী ওই মহিলা ৷ এসে কোকেন পাচার করার পরিকল্পনা করছেন ওই বিদেশি মহিলা নাথালিয়া আপ্রেলেঙ্কো। গোপন সূত্রে খবর পেয়েই মঙ্গলবার গভীর রাতে কলকাতা বিমানবন্দরে হানা দেন নার্কোটিক কন্ট্রোল ব্যুরো বা এনসিবি-র আধিকারিকরা। তার ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হয় ১ কেজি ২০০ গ্রাম কোকেন ৷ ভারতীয় মুদ্রায় উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১৪ কোটি টাকা।
এনসিবি কর্তাদের দাবি, ইউক্রেনের বাসিন্দা ওই মহিলা স্বীকার করেছেন, সাও পাওলো থেকে কোকেন নিয়ে আবুধাবি হয়ে কলকাতায় আসেন। কলকাতার একটি হোটেলে ওই কোকেন একজনের হাতে দেওয়ার কথা ছিল।
কিন্তু কে সেই ব্যক্তি? জানতে চাইছেন তদন্তকারীরা।
তবে ধৃত ওই মহিলা রুশ ভাষা ছাড়া অন্য ভাষা না বোঝায় জেরা করতে সমস্যায় পড়েছে এনসিবি। সাহায্য নিতে হচ্ছে অনুবাদকের।

এই ঘটনার পাশাপাশি আজ দমদম বিমানবন্দরে উদ্ধার হয়েছে সোনাও ৷ থাই এয়ারওয়েজের একটি বিমান থেকে উদ্ধার হয় ২ কেজি সোনা ! জানা গিয়েছে, ওই বিমানের সিটের তলায় লুকিয়ে রাখা ছিল ওই সোনা ৷ ব্যাঙ্কক থেকে মঙ্গলবার রাতে কলকাতায় আসে বিমানটি ৷ বিমানের সিটের তলা থেকে সোনা উদ্ধারে শুল্ক দফতর ৷