Thursday, April 25, 2024
আন্তর্জাতিক

ভিয়েতনামে টাইফুনে মৃতের সংখ্যা বেড়ে ৮৯

ভিয়েতনামে টাইফুন ডামরি’র আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৮৯ জনে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও অন্তত ১৮ জন নিখোঁজ আছেন। এমতাবস্থায় প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

দেশটির সরকারের পক্ষ থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বলছে, অতি বর্ষণ-বন্যায় এখনও লাখ খানেক বাড়িঘর জলাবদ্ধ।

এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (APEC) উপলক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ বিশ্ব নেতারা ভিয়েতনামের দানাঙে আসার আগেই ভিয়েতনামে আছড়ে পড়ে টাইফুন ডামরি।

এদিকে চলতি বছর দেশটিতে বিভিন্ন দুর্যোগে প্রায় আড়াইশ’ মানুষের প্রাণহানি ঘটেছে। এদের মধ্যে নিখোঁজও রয়েছেন।