Friday, May 3, 2024
দেশ

‘বিহারে এনডিএ-র সাফল্য়ের কাণ্ডারী নরেন্দ্র মোদীই’

পাটনা: ২৩৪ আসনের বিহার বিধানসভা ভোটে এনডিএ পেয়েছে মোট ১২৫ টি আসন। বিজেপি পেয়েছে ৭৪টি আসন। আরজেডি পেয়েছে ৭৫টি আসন। নীতীশ কুমারের জেডিইউ পেয়েছে ৪৩টি আসন। অর্থাৎ এনডিএ জোটের সিংহভাগ আসনই এসেছে বিজেপির হাত ধরে। আসনের সংখ্যার বিচারে তৃতীয় দল জেডিইউ।

এখানেই প্রশ্ন উঠছে জেডিইউ-কে কি মুখ্যমন্ত্রীত্ব ছাড়বে বিজেপি? তবে পূর্ব প্রতিশ্রুতিমতে নীতিশ কুমারকেই মুখ্যমন্ত্রী করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছে বিজেপি।

বিহারে বিজেপির এই কৃতিত্বের পিছনে নরেন্দ্র মোদীই বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এলজেপি প্রেসিডেন্ট চিরাগ পাসওয়ান বলেছেন, আমার মনে হয়, নরেন্দ্র মোদীজির জন্য়ই বিহারে সরকার গড়ছে এনডিএ। আমি নিশ্চিত, মোদীর নেতৃত্বে বিহার উন্নয়নের পথে এগিয়ে যাবে।

উল্লেখ্য, বিজেপি যেসব স্থান থেকে লড়েছে সেখানে ৬৭ শতাংশ ক্ষেত্রে জিতেছে তাঁরা। অর্থাৎ প্রতি তিনটি আসনের দুটিতে বিজেপি জয়লাভ করেছে। এই স্ট্রাইক রেটের ধারে কাছে নেই বিরোধী দলগুলি।