Saturday, May 18, 2024
রাজ্য​

হাইকোর্টে ধাক্কা খেলেন মহুয়া মৈত্র, ‘বড় জয়’ পেলেন বাবুল সুপ্রিয়

কলকাতা: হাইকোর্টে ধাক্কা খেলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। অন্যদিকে, স্বস্তি পেলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। টেলিভিশনে এক বিতর্কসভায় বাবুল সুপ্রিয় তাঁর সম্পর্কে ‘মর্যাদাহানিকর’ মন্তব্য করেছেন বলে অভিযোগ করেছিলেন মহুয়া মৈত্র। আলিপুর থানায় বাবুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন তিনি। বুধবার কলকাতা হাইকোর্ট সেই মর্যাদাহানির অভিযোগ খারিজ করে দিল।

হাইকোর্টের এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত গেরুয়া শিবির। বাবুল ঘনিষ্ঠরা বলছেন, ‘মিথ্যা অভিযোগের বিরুদ্ধে খুব বড় জয়’। বাবুল সুপ্রিয় টুইটে এটিকে ‘খুব বড় জয়’ হিসেবে উল্লেখ করেছেন। এদিকে, দেশের বাইরে রয়েছেন মহুয়া মৈত্র। তাই তাঁর কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।

উল্লেখ্য, ২০১৭ সালের জানুয়ারিতে একটি সর্বভারতীয় ইংরেজি নিউজ চ্যানেলে আয়োজিত বিতর্কসভায় মহুয়া মৈত্রর উদ্দেশে বাবুল বলেছিলেন, মহুয়া আপনি কি মহুয়ায় আছেন? উত্তেজক পানীয় হিসেবে মহুয়া খাওয়ার প্রচলন ভারতের বেশ কিছু অংশে রয়েছে। তাই বাবুলের ওই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান মহুয়া মৈত্র।

বাবুলের ওই মন্তব্যে একজন মহিলার মর্যাদাহানি ঘটানোর শামিল বলে অভিযোগ করেন তিনি। আলিপুর থানায় বাবুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন মহুয়া। মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত বাবুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করে। এর পরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বাবুল সুপ্রিয়। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগ খারিজ করার আর্জি জানান। বুধবার হাইকোর্ট মর্যাদাহানির সেই অভিযোগ খারিজ করে দিল।