Sunday, April 28, 2024
আন্তর্জাতিক

এবার বাংলাদেশের হবিগঞ্জে কালী মন্দিরের ২ প্রতিমা ভাঙচুর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সম্প্রতি কুমিল্লার একটি দুর্গা পুজো মণ্ডপে কোরআন রাখার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ। এর জেরে একাধিক পুজো মণ্ডপে, মন্দিরে, হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় দুস্কৃতীরা। পুজো মণ্ডপে কোরআন রাখার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যেই ফের কালী মন্দিরে হামলা চালালো দুর্বৃত্তরা।

বাংলাদেশের সংবাদমাধ্যম ডেইলি স্টার এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি গ্রামের দাসপাড়া বিশ্বাসহাটি কালী মন্দিরে হামলা চালিয়ে দুটি প্রতিমা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে বর্তমানে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে।

লাখাই উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রাণেশ গোস্বামী জানিয়েছেন, ‘রাতের অন্ধকারে মোড়াকরি গ্রামের দাসপাড়া বিশ্বাসহাটির কালী মন্দিরের দুটি মূর্তি কে বা কারা ভেঙে দিয়েছে। ঘটনাটি স্থানীয়দের নজরে এলে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে; বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মহিউদ্দিন সুমন বলেন, ‘মূর্তি ফেলে দেওয়ার বিষয়টি জানার পর আমরা সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছে যাই। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।’

লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং বলেন, ‘খবর পেয়ে আমি সরেজমিনে ঘটনাস্থল দেখে এসেছি। এ ঘটনাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক রয়েছে পুলিশ।’