Sunday, May 19, 2024
দেশ

ফ্রান্সের থেকে ২৫০টি যাত্রীবাহী এয়ারবাস বিমান কিনছে টাটা, মোদী-মাক্রোঁর উপস্থিতি চুক্তি করলো এয়ার ইন্ডিয়া

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর উপস্থিতিতে ঐতিহাসিক চুক্তি করল এয়ার ইন্ডিয়া। টাটা গোষ্ঠী পরিচালিত এয়ার ইন্ডিয়া ফান্স থেকে ২৫০টি যাত্রিবাহী এয়ারবাস বিমান কিনছে। টাটা জানিয়েছে, এই চুক্তির ফলে দেশের বাণিজ্যিক বিমান পরিষেবায় নতুন ইতিহাস তৈরি হবে।

এই চুক্তির পরে প্রধানমন্ত্রী মোদী মঙ্গলবার বলেন, ‘‘এই চুক্তি ভারত-ফ্রান্স মৈত্রীর নয়া প্রতীক।’’

টাটা সন্সের চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরণ বলেন, মোদী এবং‌ মাক্রোঁর ভার্চুয়াল বৈঠকের পরেই এই চুক্তি হয়েছে।

নটরাজন চন্দ্রশেখরণ বলেন, ‘‘আমাদের কাছে এটি ঐতিহাসিক মুহূর্ত।’’

সরকারি সূত্রে জানা গিয়েছে, এয়ারবাস এসই-র এ৩২০নিও ফ্যামিলি জেট কিনবে এয়ার ইন্ডিয়া।