Saturday, April 27, 2024
দেশ

পশ্চিমবঙ্গে নৈরাজ্যের রাজনীতি সৃষ্টির জন্য দায়ী মমতা : নাকভি

পাটনা: সম্প্রতি রাজ্যে অমিত শাহের সফর ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর সরসঙ্ঘচালক মোহন ভাগবতের অনুষ্ঠান বাতিল হওয়ার ঘটনায় মমতার দিকেই অভিযোগের আঙুল তুললেন সংখ্যালঘু বিষয়কমন্ত্রী মুখতার আব্বাস নাকভি। পাটনার একটি অনুষ্ঠানে হাজির হয়ে সাংবাদিক বৈঠকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেন তিনি৷

নিউজ ১৮ বাংলার প্রতিবেদনে বলা হয়, ‘পশ্চিমবঙ্গে সম্প্রতি যে ধরণের অশান্ত পরিবেশ সৃষ্টি হয়েছে তাঁর জন্য একমাত্র দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের নৈরাজ্যের রাজনীতি !’

নিউজ ১৮ বাংলার প্রতিবেদনে আরও বলা হয়, ইটিভি বিহারকে সাক্ষাৎকার দিতে গিয়ে মুখতার আব্বাস নাকভি আরও বলেন, ‘তিনি অসম রাজনীতির আশ্রয় নিচ্ছেন ৷ যা রাজ্যে সবসময় এক ধরণের টানাপোড়েনের পরিবেশ সৃষ্টি করছে ৷ যা কিনা সরস্বতী পুজো ও দুর্গাপুজোর মধ্যে দিয়েও স্পষ্ট হয়ে উঠছে ৷ শুধু তাই নয়, সম্প্রতি মোহন ভগতের অনুষ্ঠান বাতিল ও অন্য জায়গায় অনুষ্ঠানের অনুমতি না দেওয়ার ঘটনা এবং একই সঙ্গে অমিত শাহের বাংলা সফর নিয়ে যে জলঘোলা হয়েছে, তার মধ্যে দিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী রাজনীতির ধরন প্রদর্শন করে ৷ এ ধরণের রাজনীতিই তাঁর মুখ্যমন্ত্রী পদের মেয়াদকে কমিয়ে দেবে ৷ পশ্চিমবঙ্গের মানুষ সব জানেন, সব দেখছেন ৷ মমতা অন্যায়ভাবে রাজ্যে বিজেপিকে আটকাচ্ছে ৷ পরের নির্বাচনে এর উচিত জবাব দেবে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ! ’

সূত্র: নিউজ ১৮ বাংলা