ইতিহাসের আয়নায় 10 সেপ্টেম্বর
আজ আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ দিবস
1794- কলকাতায় বিলাতের অনুরূপ মিউনিসিপ্যাল স্বাস্থ্যবিধি চালু হয়।
1806- জার্মান ভাষাবিজ্ঞানী ইয়োহান ক্রিস্টফ আডেলুং মৃত্যুবরণ করেন।

1823- দক্ষিণ আমেরিকার একাধিক দেশের স্বাধীনতার অগ্রাধিনায়ক সিমন বলিভার পেরুর রাষ্ট্রপতি হন।

1872- কিংবদন্তী ক্রিকেটার ও ভারতীয় রাজা কুমার শ্রী রঞ্জিতসিংজী গুজরাটে জন্মগ্রহণ করেন। তিনি ইংল্যান্ডের পক্ষে ১৫টি টেস্ট ম্যাচ খেলেন।

1892- নোবেলজয়ী (1927) মার্কিন পদার্থবিদ আর্থার কম্পটন জন্মগ্রহন করেন।

1898- অষ্ট্রিয়ার সম্রাজ্ঞী এলিজাবেথকে হত্যা করা হয়।
1915- বাঙালি ব্রিটিশ-বিরোধী বিপ্লবী নেতা বাঘা যতীনের (যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়) মৃত্যুবরণ করেন।

1923- বাংলা ভাষার শ্রেষ্ঠ শিশু সাহিত্যিক সুকুমার রায় মৃত্যুবরণ করেন।

1974- পর্তুগালের কাছ থেকে আফ্রিকার দেশ গিনি-বিসাউ স্বাধীনতা লাভ করে।
1986- আয়ারল্যান্ডে জন্মগ্রহণকারী ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় ইয়ন মর্গ্যান জন্মগ্রহন করেন।

2002- সুইজারল্যান্ড জাতিসংঘের ১৯০তম সদস্য রাষ্ট্র হয়।