Saturday, May 18, 2024
রাজ্য​

দলীয় কর্মীর বাড়িতে মাংস-ভাতের থালা নিয়ে ফটো তুললেন, কিন্তু ভাত মুখেও তুললেন না ‘দিদির দূত’ শতাব্দী রায়

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গ্রামে গ্রামে ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখছেন নেতা-কর্মীরা। তারই অংশ হিসেবে ‘দিদির দূত’ হয়ে গ্রামে গিয়েছিলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। সেখানে এক দলীয় কর্মীর বাড়িতে যান শতাব্দী। খেতেও বসেছিলেন, যে ছবি ক্যামেরাবন্দিও করেছেন। এই পর্যন্ত ঠিক ছিলো। কিন্তু বিপত্তি হয়েছে ফটোসেশন শেষ হয়েই উঠে পড়েন শতাব্দী। অভিযোগ এক ফোঁটা ভাতের দানাতে মুখ না দিয়েই উঠে যান এই তৃণমূল সাংসদ। এই ঘটনায় বিতর্ক ছড়িয়েছে।

জানা গেছে, শুক্রবার বীরভূমের এক গ্রামে যান শতাব্দী। সেখানে এক দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারার কথা ছিলো শতাব্দীর। সেই অনুযায়ী নানান পদের রান্নাবান্না করা হয়। ছবিতে দেখা যাচ্ছে, থালায় রয়েছে ভাত, তরকারি, মাছ, মাংস। তার সামনে মাটিতে পাতা আসনে চশমা খুলে বসলেন শতাব্দী রায়। ভাতের থালা নিয়ে চিত্রগ্রাহক শতাব্দীর অনেকগুলো ছবি তুললেন। তবে অভিযোগ, ভাতের একটি দানাও না খেয়েই উঠে চলে যান শতাব্দী রায়। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।