Friday, April 26, 2024
দেশ

তিন তালাক প্রথা নিষিদ্ধ : চূড়ান্ত রায় সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সংখ্যাগরিষ্ঠ বিচারপতিদের রায়ের ভিত্তিতে তিন তালাক প্রথাকে অসাংবিধানিক বলে ঘোষণা করেছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, তিন তালাক প্রথা ইসলাম ধর্মপালনের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত নয়।

পাঁচ সদস্যের ওই সাংবিধানিক বেঞ্চের ৩ জন বিচারপতি তিন তালাকের বিরুদ্ধে এবং ২ জন তিন তালাকের পক্ষে মত দেন। বিচারপতি কুরিয়ান জোসেফ, উদয় উমেশ ললিত এবং রোহিন্টন এফ নারিম্যান তিন তালাক প্রথাকে অসাংবিধানিক বলে জানান। অন্য দুইজন প্রধান বিচারপতি জে.এস খেহর এবং বিচারপতি এস আব্দুল নাজির তিন তালাক প্রথা বন্ধ রেখে সরকার পক্ষকে আইন প্রণয়নের নির্দেশ দেন।

তিন তালাক প্রথার বিরুদ্ধে বেশ কয়েকটি মুসলিম নারী সংগঠন ও তালাক প্রাপ্ত মুসলিম নারীরা জনস্বার্থ মামলা দায়ের করে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর, আজ মঙ্গলবার যুগান্তকারী রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট।
উল্লেখ্য তিন তালাক প্রথা নিয়ে দেশেজুড়ে বিতর্ক চলছিল বহুদিন ধরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির শীর্ষ নেতারাও বরাবরই তিন তালাক তুলে দেওয়ার পক্ষে মত প্রকাশ করেন। 
কয়েক বছর আগে করা এক সমীক্ষায় দেখা গিয়েছিল দেশের অধিকাংশ মুসলিম নারী চান তিন তালাক প্রথা উঠে যাক। তাদের অনেকেই এই প্রথাকে জঘন্য বলেও মন্তব্য করেন।
সূত্র: বিবিসি