Saturday, April 20, 2024
দেশ

তিন তালাক নিয়ে সুপ্রিম কোর্টের রায় ঐতিহাসিক, জানালেন প্রধানমন্ত্রী

দিল্লি, ২২ অগাস্ট :  সুপ্রিম কোর্ট আজ তিন তালাক প্রথাকে অসাংবিধানিক ঘোষণা করল। সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ এ রায় ঘোষণা করে। একই সঙ্গে এ বিষয়ে আগামী ৬ মাসের মধ্যে আইন প্রণয়নে পার্লামেন্টকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের এই রায়কে “ঐতিহাসিক” বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী মোদী এ প্রসঙ্গে ট্যুইট করে বলেন, ‘সুপ্রিম কোর্টের রায় ঐতিহাসিক ৷ এই রায় মুসলিম মহিলাদের সমানাধিকার দেবে৷ নারী স্বাধিকারে শক্তিশালী পদক্ষেপ৷’