Thursday, May 2, 2024
কলকাতা

চিরকুটে চাকরি মিলির? জবাবে কী বলছেন সুজন চক্রবর্তী?

কলকাতা ট্রিবিউন ডেস্ক: নিয়োগ দুর্নীতিতে জেরবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এর মধ্যেই এবার তৃণমূল বাম আমলের নিয়োগ দুর্নীতির পর্দা ফাঁস করল। বৃহস্পতিবার টুইট করে তৃণমূলের দাবি, সুজন চক্রবর্তীর স্ত্রী মিলি চক্রবর্তীর স্ত্রী কোনওদিন কোনও পরীক্ষা দেননি। কিন্তু তিনি দীনবন্ধু অ্যান্ডুজ় কলেজে ৩৪ বছর ধরে কাজ করেছেন। ২০২১ সালে পর্যন্ত বেতন নিয়ে অবসর নিয়েছেন এবং এখনও পেনশন নিয়ে যাচ্ছেন। চিরকুটে সুপারিশে মিলেছে চাকরি। ক্ষমতার অপব্যবহার করেছে সিপিএম।

পাল্টা জবাবে সুজন চক্রবর্তী টুইটে বলেছেন,

“দূর্নীতিতে বেসামাল তৃণমূল

অলীক কূনাট্য করেই চলেছে।

ক’বছর ধরেই বুদ্ধদা, সূর্যদা,

গৌতমদা, মহম্মদ সেলিম

সবার বিরুদ্ধেই নানা মিথ্যা

অশালীন প্রচার চালিয়ে গেছে।

কিছুই তো পেল না।

অসত্য আক্রমন থেকে

আমি অথবা আমরাই বা

বাদ যাব কেন?

ঢিলটা যে ঠিক জায়গাতেই লাগছে

তা আবারও স্পষ্ট হয়ে গেল।।”