Friday, May 17, 2024
রাজ্য​

গরু পাচার মামলায় অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারবে ইডি, অনুমতি দিল সিবিআই আদালত

কলকাতা ট্রিবিউন ডেস্ক: গরু পাচার মামলায় অভিযুক্ত তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে আর কোনও বাধা রইল না এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)। বৃহস্পতিবার সায় দিল বিশেষ সিবিআই আদালতও।

ইডির থেকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের নির্দেশ পাওয়ার পর বিশেষ সিবিআই আদালতে সেই আবেদন করেছিল আসানসোল জেলা সংশোধনাগার। তাতে সায় দিলেন বিচারক।

এই মুহূর্তে আসানসোল জেলে বন্দি রয়েছে অনুব্রত মণ্ডল। শুক্রবার তাকে দিল্লি নিয়ে যাবে ইডি। অনুব্রতকে দিল্লি নিয়ে গেলে গরুপাচার মামলার তদন্তে বড় মোড় নিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, গরু পাচার মামলায় ইতিমধ্যেই দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করা হয়েছে এনামুল হক ও অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে। এই মুহূর্তে তারা তিহাড় জেলে বন্দি রয়েছে।