Saturday, April 27, 2024
আন্তর্জাতিক

কানাডার রাম মন্দিরে ভারত ও মোদী বিরোধী স্লোগান, বিতর্ক তুঙ্গে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: কানাডার একটি রামমন্দিরে মোদী এবং ভারত-বিরোধী স্লোগান লেখা, যাকে ঘিরে ক্ষোভের জন্ম দিয়েছে। টরন্টোতে ভারতের কনস্যুলেট জেনারেল ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

কনস্যুলেট টুইটে লিখেছে, “আমরা মিসিসাউগায় রামমন্দিরকে ভারত-বিরোধী লেখার তীব্র নিন্দা করছি। আমরা কানাডিয়ান কর্তৃপক্ষকে ঘটনার তদন্ত করতে এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছি।”

দুষ্কৃতীরা ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্লোগান লিখেছিল এবং ভিন্দ্রাওয়ালাকে প্রশংসা করেছে।

ব্রাম্পটনের মেয়র প্যাট্রিক ব্রাউন এটিকে একটি সম্ভাব্য ঘৃণামূলক অপরাধ বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে কর্তৃপক্ষ এটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছে।

তিনি টুইটারে গিয়ে লিখেছেন, “পুলিশ এই বিদ্বেষমূলক অপরাধকে খুব গুরুত্ব সহকারে নিচ্ছে। ১২ ডিভিশনের হাতে তদন্ত চলছে এবং তারা দায়ীদের খুঁজে বের করবে। কানাডায় ধর্মীয় স্বাধীনতা একটি সনদ অধিকার এবং আমরা সবকিছু করব আমরা নিশ্চিত করছি প্রত্যেকে তাদের উপাসনালয়ে নিরাপদে আছে।”