Sunday, May 19, 2024
কলকাতা

‘আমি কি প্রধানমন্ত্রী হব না? হব না প্রধানমন্ত্রী?’, ত্রিপুরায় নোটার চেয়ে কম ভোট পাওয়ায় মমতাকে খোঁচা অগ্নিমিত্রার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পশ্চিমবঙ্গের সাগরদিঘি উপনির্বাচনে ভরাডুবি হয়েছে তৃণমূলের। এদিকে, পাখির চোখ করা ত্রিপুরায় নোটার কাছে হারলো মমতার তৃণমূল কংগ্রেস। ২০২১ এর বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে বিপুল জয়ের পরই তৃণমূল সারাদেশে সংগঠনকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য স্থির করেছিল। সেই লক্ষ্যে প্রথম গোয়া এবং ত্রিপুরায় ঝাঁপিয়েছিল তৃণমূল।

কিন্তু বৃহস্পতিবার ত্রিপুরা বিধানসভা ভোটের ফলাফলে গো হারা হারলো তৃণমূল কংগ্রেস। ত্রিপুরায় ৬০টি আসনের মধ্যে ২৮টিতে প্রতিদ্বন্দ্বিতা করেছিল তৃণমূল।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ত্রিপুরায় সাকুল্যে এক শতাংশ ভোটও পায়নি তৃণমূল। তৃণমূলের তুলনায় নোটাতে বেশি ভোট পড়েছে। তৃণমূল পেয়েছে .৮৮ শতাংশ ভোট। যেখানে নোটায় ভোট পড়েছে ১.৩৬ শতাংশ। তৃণমূল পেয়েছে ২২,০০০ এর কিছু বেশি ভোট। অন্যদিকে, নোটায় ভোট পড়েছে ৩৪,০০০ এর বেশি।

এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। ফেসবুকে ত্রিপুরায় তৃণমূলের ভরাডুবির খবর পোস্ট করে তিনি লিখেছেন, “আমি কি প্রধানমন্ত্রী হব না? হব না প্রধানমন্ত্রী?”