Sunday, May 5, 2024
দেশ

স্বাধীনতা দিবসে ভাষণে ‘হিন্দুস্তান’ বলায়, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা

মুম্বই ১৬ আগস্টদেশের ৭১তম স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ভাষণ দিয়েছেন তা দেশের সংবিধান বিরোধী। এমনই দাবি করে ঔরঙ্গাবাদের আইনজীবী রামা বিট্টলরাও কালে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

ওই আইনজীবী দাবি করেন, প্রধানমন্ত্রী তাঁর ভাষণে হিন্দুস্তান শব্দ‌‌‌‌টির ব্যবহার করেছেন। ‌যা সংবিধান ভারতীয় বিরোধী। তিনি আরও অভিযোগ করেন, ভারতীয় সংবিধানের ১ নম্বর অনুচ্ছেদ অনু‌যায়ী, আমাদের দেশকে ভারত বা ইন্ডিয়া বলা ‌যেতে পারে। তবে ভারতীয় সংবিধানের কোথাও হিন্দুস্তান শব্দ‌টি নেই। হিন্দুস্তান শব্দ‌টি দেশের একটি ধর্মীয় নাম।

ওই আইনজীবীর আরও অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সংবিধানকেই অপমান করেছেন। প্রধানমন্ত্রীর উচিৎ সর্বদা ভারতীয় সংবিধানকে মেনে চলা ও সম্মান করা।

রামা বিট্টলরাও কালে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ফঢ়ণবীশকে অনুরোধ করেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করার।