Wednesday, May 8, 2024
দেশ

শৌচাগার নির্মাণের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার তৃনমূল নেতা

শৌচাগার নির্মাণের টাকা আত্মসাতের অভিযোগে আজ গ্রেফতার করা হয়েছে ময়নাগুড়ি গ্রাম পঞ্চয়াতের পাক্তন প্রধান প্রনব দাসকে। শাসক দলের এই নেতার বিরুদ্ধে অভিযোগ, তিনি শৌচালয় সংক্রান্ত বিষয়ে কয়েক কোটি টাকা তছরুপ করেন। অভিযুক্ত প্রনব দাসের রাজনৈতিক পরিচয় তিনি জেলা তৃনমূলের সাধারন সম্পাদক।

প্রনব দাসের বিরুদ্ধে অভিযোগ, তিনি শৌচালয় না বানিয়ে ঠিকাদারদের সঙ্গে নিয়ে কয়েক কোটি টাকা আত্মসাত করে। তার বিরুদ্ধে আরও অভিযোগ করা হয়, নির্মল বাংলা প্রকল্পে ১০,৫০০ টাকা মূল্যের শৌচালয় তৈরী না করে ২ কোটি টাকার বেশি এজেন্সিকে দেওয়া হয়।

সূত্রের খবর, ২১০০ শৌচালয় নির্মাণের কথা থাকলেও তিনি মাত্র ৫০০ টিরও কম শৌচালয় নির্মাণ করেন। ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়তের সাবেক বিজেপির সদস্য অনুপ পাল বলেন, সচ্ছ ভারত মিশনের টাকায় গরিবদের জন্যে যে শৌচাগার বানানোর টাকা যারা আত্মসাত করছেন তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া হোক।