Saturday, April 20, 2024
দেশ

তৃণমূল ছাড়লেন গোয়ার সাধারণ সম্পাদক

কলকাতা ট্রিবিউন ডেস্ক: গোয়ায় বিধানসভা ভোটের আগে জোর ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। প্রজাতন্ত্র দিবসর দিনই পদত্যাগ করলেন গোয়া তৃণমূলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট যতীশ নায়েক (Yatish Naik)। দলের প্রতি তিতিবিরক্ত হয়েই দল ত্যাগ করেছেন তিনি।

ইতিমধ্যেই পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। দলের প্রাথমিক সদস্য পদও ছাড়তে চেয়েছেন তিনি। ইতিমধ্যেই দলের প্রাথমিক সদস্যপদ ছাড়তে চেয়ে রাজ্য সভাপতিকে চিঠি দিয়েছেন তিনি। তবে হঠাৎ কেন মোহভঙ্গ হলো তার? কারণ হিসেবে তিনি জানিয়েছেন, রাজ্যের তৃণমূলের রাজনীতি করছে তার সঙ্গে তিনি থাকতে চান না।

চিঠিতে তিনি জানিয়েছেন, রাজনীতি মানে আমার কাছে রাজ্য ও রাজ্যবাসীর সেবা করা। নীতির সঙ্গে আপোষ করতে চাই না আমি। তবে গোয়ায় যে ধরনের রাজনীতি হচ্ছে তাতে আমি কষ্ট পাচ্ছি। তাই এসব থেকে নিজেকে দূরে রাখতে চাই। কোনও আদর্শহীন দলের সঙ্গে যুক্ত থাকতে চাই না।

তিনি আরো লিখেছেন, যেভাবে দল চলছে তাতে তৃণমূলে থাকার কোনও কারণ দেখছি না। এই পরিস্থিতির মধ্যে পড়ে আমি অপমানিত, ক্লান্ত।