Tuesday, June 24, 2025
কলকাতা

কেন্দ্রীয় বাজেটে কলকাতা মেট্রোর জন্য বরাদ্দ ১১০০ কোটি টাকা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মঙ্গলবার বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কেন্দ্রের এই বাজেটে কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের জন্য ১১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যা আগের বাজেটের থেকে ২০০ কোটি টাকা বেশি।

উল্লেখ্য, ২০২০-২১ অর্থবর্ষে কলকাতা মেট্রো বরাদ্দ করা হয়েছিল ৮০০ কোটি টাকা। চলতি অর্থবর্ষে তা বাড়িয়ে করা হয় ৯০০ কোটি টাকা। এবার তা বাড়িয়ে করা হয়েছে ১১০০ কোটি টাকা।

কলকাতা মেট্রো সম্প্রসারণের কাজ কোথাও কোথাও ধীরগতিতে হচ্ছে। কোথাও অর্থ বরাদ্দের সমস্যা আবার কোথাও জমি জট। এই আর্থিক বরাদ্দের ফলে সেই সমস্যা দূর হবে বলে মনে করা হচ্ছে।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত দীর্ঘ ৫ বছর ধরে।