Saturday, April 27, 2024
খেলা

ICC টি-২০ মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আয়ারল্যান্ডকে হারিয়ে আইসিসি টি-২০ মহিলা বিশ্বকাপের (Women’s T20 World Cup 2023) সেমিফাইনালে ভারত। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৫ রানে জিতল টিম ইন্ডিয়া। ব্যাটিং-বোলিং দারুণ হওয়ার কারণে টি-টোয়েন্টি ভারতীয় টিম অন্যতম ফেভারিট। শেষ চারে পৌঁছনোর পর আত্মবিশ্বাসী ভারত অধিনায়ক।

এদিন আয়ারল্যান্ডের বিরুদ্ধে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ভারত। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৫৫ রান করে টিম ইন্ডিয়া। স্মৃতি মন্ধনা ৮৭, শেফালি বর্মা ২৪, জেমিমা রডরিগেজ ১৯ এবং হরমনপ্রীত কউর ১৩ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ৮.২ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৫৪ রান করে। বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ হয়ে যায়। নতুন করে খেলা শুরু না হওয়ায় ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ভারত জয়ী হয়। ভারত গ্রুপ বি’তে রয়েছে।

বি-গ্রুপের পয়েন্ট টেবিল:

১. ইংল্যান্ড: ৩ ম্যাচে ৬ পয়েন্ট (নেট রান-রেট +১.৭৭৬)

২. ভারত: ৪ ম্যাচে ৬ পয়েন্ট (নেট রান-রেট +১.৭১৯)

৩. ওয়েস্ট ইন্ডিজ: ৪ ম্যাচে ৪ পয়েন্ট (নেট রান-রেট -০.৬০১)

৪. পাকিস্তান: ৩ ম্যাচে ২ পয়েন্ট (নেট রান-রেট +০.৯৮১)

৫. আয়ারল্যান্ড: ৪ ম্যাচে ০ পয়েন্ট (নেট রান-রেট -৩.৩৫০)

এদিকে, গ্রুপ এ তে সব ম্যাচ জিতে অস্ট্রেলিয়া এক নম্বর স্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে থেকে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে রয়েছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।