Wednesday, May 1, 2024
দেশ

হোলির দিন ডাক্তার হিন্দু তরুণীকে কুপিয়ে খুন মুসলিম প্রেমিকের, লাভ জিহাদের অভিযোগে উত্তপ্ত জম্মু-কাশ্মীর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: জম্মু ও কাশ্মীরের জানিপুর শহরের উপকণ্ঠে ২৬ বছর বয়সী এক দন্তচিকিৎসককে তার প্রেমিক নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। মৃত ওই দাঁতের ডাক্তারের নাম ডাঃ সুমেধা শর্মা। সুমেধা ভাদেরওয়াহের বাসিন্দা। অভিযুক্ত ওই যুবকের নাম জোহর গানাই।

ওপি ইন্ডিয়ার খবরে বলা হয়, হোলির দিন ঘটনাটি ঘটেছে। ডাঃ সুমেধা পাম্পোশ কলোনিতে জোহরের বাড়িতে গেলে গানাই তাকে খুন করে। দুজনের মধ্যে তর্কাতর্কি হয়, যার জেরে গানাই রান্নাঘর থেকে ছুরি দিয়ে সুমেধাকে ছুরিকাঘাত করে। পরে নিজেও ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করে।

অভিযুক্ত গানাই ছুরিকাঘাতের আগে ফেসবুকে পোস্ট দিয়ে বলেছিলেন, জীবন নিয়ে বিরক্ত হয়ে তিনি আত্মহত্যা করছেন। তার এক আত্মীয় পোস্টটি দেখতে পেয়ে জানিপুর পুলিশকে বিষয়টি জানায়। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে বাড়ির প্রধান ফটক ভেতর থেকে তালাবদ্ধ দেখতে পায়।

বাড়িতে ঢুকে পুলিশের দল অভিযুক্তকে পেটে ছুরিকাঘাতে জখম অবস্থায় দেখে। পাশেই ডাক্তার সুমেধার লাশ পড়ে থাকতে দেখেন তারা। সুমেধা মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন এবং তার পেটে ছুরির আঘাতও ছিল।

এরপর অভিযুক্তকে জম্মুর সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। যেখানে তিনি এখনও চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে সব চিকিৎসা ও আইনি প্রক্রিয়া শেষে নিহত চিকিৎসকের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ভারতীয় দণ্ডবিধির 302 (খুন) ধারার অধীনে একটি এফআইআর নথিভুক্ত করেছে এবং তদন্ত শুরু করেছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ডাঃ সুমেধা ও গানাই প্রেমের সম্পর্কে ছিলেন। দুজনেই জম্মুর ডেন্টাল কলেজ সিওহরায় তাদের বিডিএস শিক্ষা শেষ করেছিলেন। ডাঃ সুমেধা দিল্লিতে তার এমডিএস করছিলেন।

পুলিশ জানিয়েছে, মেয়েটি হোলির ছুটিতে এসেছিল এবং সরাসরি অভিযুক্তের বাড়িতে গিয়েছিল, যেখানে তারা কোনও কিছু নিয়ে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েছিল এবং ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত কসাইয়ের ছুরি দিয়ে ডাঃ সুমেধাকে ছুরিকাঘাত করে এবং তারপরে সেখানেও ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন।

ডাঃ সুমেধা তালাব তিলোর (জম্মু) বাসিন্দা কমল কিশোর শর্মার মেয়ে। অভিযুক্ত গানাই ভাদেরওয়াহের বাসিন্দা। বর্তমানে তিনি জম্মুর জানিপুরের পাম্পোশ কলোনিতে থাকেন। পুলিশ ভারতীয় দণ্ডবিধির 302 (হত্যা) ধারায় গানাইয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। তদন্ত চলছে।

তথ্যসূত্র: OP India