Friday, April 26, 2024
খেলা

মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীতে ৩০০ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

কলকাতা ট্রিবিউন ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীতে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম তৈরি করা হচ্ছে। এটি উত্তরপ্রদেশের তৃতীয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম হতে চলেছে। কানপুরের গ্রীন পার্ক স্টেডিয়াম এবং লখনউতে ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একনা ক্রিকেট স্টেডিয়ামের (লখনউ) পর এটি তৃতীয় আন্তর্জাতিক স্টেডিয়াম। চলতি বছরের মে বা জুনে এই স্টেডিয়ামের নির্মাণকাজ শুরু হবে বলে জানা গেছে।

মোট ৩০০ কোটি টাকা খরচ হবে এই আন্তর্জাতিক স্টেডিয়ামটি তৈরি করতে। ২০২৪ সালের শেষের দিকে বারাণসী স্টেডিয়ামটির উদ্বোধন হবে। ২০২৫ সালের শুরুর দিকে এই স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজিত হবে।

রাজ্য সরকার আন্তর্জাতিক ক্রিকেটে সুবিধার জন্য রাজাতালাব এলাকায় ৩১ একর জমি কিনেছে। প্রায় ৩১ একর জমিতে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটি তৈরি করা হবে। উত্তরপ্রদেশ সরকার বারাণসী জেলার রাজাতালাব তহসিলে গঞ্জারি গ্রামে এই স্টেডিয়ামটি তৈরি করবে।