Friday, April 19, 2024
আন্তর্জাতিক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝে পুতিনের সঙ্গে বৈঠকে জিনপিং

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অব্যাহত। এর মাঝেই বৈঠকে বসলেন চীনের প্রেসিডেন্ট এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠকের আগে তাঁকে ‘আমার প্রিয় বন্ধু’ বলে সম্বোধন করলেন জিনপিং। ফের চিনের প্রেসিডেন্ট পদে বসা নিশ্চিত করে প্রথম বিদেশ সফর হিসেবে রাশিয়াকে বেছে নেন জিনপিং।

সোমবার মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠকে বসেন জিনপিং। তিনদিনের রাশিয়া সফরে গিয়েছেন জিনপিং। সফরের প্রথমেই পুতিনের সঙ্গে আলোচনায় বসলেন চিনের প্রেসিডেন্ট। উল্লেখ্য, শক্তিধর দুই দেশই আন্তর্জাতিক দুনিয়ায় বেশ কোণঠাসা।

কান পাতলেই শোনা যায়, চিন এবং রাশিয়ার শত্রু আমেরিকা! এরপর যুদ্ধ শুরু করার পরে ইউরোপের দেশগুলোর বিরাগভাজন হয়েছে রাশিয়া। এই পরিস্থিতিতে বন্ধু রাশিয়ার দিকে সমর্থনের হাত বাড়িয়ে দিল চিন।

জানা গেছে, চিনের তরফে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামিয়ে ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। পুতিন সেই প্রস্তাব গুরুত্ব সহকারে বিবেচনা করার কথা জানিয়েছে।

উল্লেখ্য, যুদ্ধপরাধের দায়ে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক ক্রিমিনাল আদালত। যদিও সেই গ্রেফতারি পরোয়ানা ফুৎকারে উড়িয়ে দিয়েছে রাশিয়া।