Monday, May 13, 2024
দেশ

১৯ জুন গুজরাটে রাজ্যসভা ভোটের আগে বেকাদায় কংগ্রেস, আরও ২ বিধায়ক ইস্তফা দিলেন 

গান্ধীনগর: আগামী ১৯ জুন গুজরাটের ৪টি রাজ্যসভা আসনে ভোটগ্রহণ। তার আগে কংগ্রেসকে বেকাদায় ফেলে দলের দুই বিধায়ক ইস্তফা দিলেন। ইস্তফা দেওয়া দুই বিধায়কের নাম হল জিতু চৌধুরী আর অক্ষয় প্যাটেলে। বৃহস্পতিবার গুজরাট বিধানসভার অধ্যক্ষ রাজেন্দ্র ত্রিবেদী এই তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ৩ মাসে কংগ্রেসের ৫ বিধায়ক ইস্তফা দিয়েছেন। এই দুই বিধায়ক-সহ মোট ৭ বিধায়ককে হারালো কংগ্রেস। ফলে এখন কংগ্রেসের মোট বিধায়ক সংখ্যা দাঁড়াল ৫৯ জনে। গুজরাটে একটি রাজ্যসভা আসন জিততে প্রার্থীপিছু ৩৪ জন বিধায়কের সমর্থন লাগে। সেই হিসেবে ৪টি আসনের মধ্যে কংগ্রেসের একটি আসন নিশ্চিত।


এদিকে বিজেপির ১০৩ জন বিধায়ক রয়েছে। যার ফলে অন্তত দুটি আসন তাদের পক্ষে যাবেই, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। ফলে বিজেপির অনেকটাই পিছিয়ে শতাব্দী প্রাচীন দল কংগ্রেস। বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়কদের পাশে পেতে ইতিমধ্যে প্রাক্তন কংগ্রেস নেতা নরহরি আমিনকে প্রার্থী করেছে বিজেপি।

নরহরি আমিন ছাড়া বাকি দুটি আসনে অভয় ভরদ্বাজ, রামিলাবেন বরাকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। অন্যদিকে, দুটি আসনের জন্য কংগ্রেসের প্রার্থী শক্তিসিং গোহিল এবং ভরতসিন সোলাঙ্কি।