Tuesday, May 7, 2024
রাজ্য​

জহর সরকারকে রাজ্যসভা ভোটে প্রার্থী করল তৃণমূল

কলকাতা: কেন্দ্রের ক্ষমতা থেকে মোদী সরকারকে সরাতে বিজেপি বিরোধী ১৮ দলের নেতা-নেত্রীদের সাথে বৈঠক করতে শ্রীঘ্রই দিল্লি সফরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে দলের রাজ্যসভা প্রার্থী ঠিক করলেন তৃণমূল সুপ্রিমো। প্রসার ভারতীর প্রাক্তন অধিকর্তা জহর সরকারকে তৃণমূলের প্রার্থী মনোনীত করলেন বাংলার মুখ্যমন্ত্রী।

শনিবার তৃণমূলের টুইটার হ্যান্ডলে এই ঘোষণা করা হয়। জন পরিষেবায় ৪২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন জহর সরকারকে রাজ্যসভায় প্রার্থী করা হচ্ছে বলে টুইটে জানায় তৃণমূল।

টুইটে বলা হয়েছে, আমরা শ্রী জহর সরকারকে রাজ্যসভা ভোটে মনোনীত করতে পেরে আনন্দিত। জীবনের দীর্ঘ ৪২ বছর জহর সরকার জনসেবামূলক কাজ করেছেন। দীর্ঘদিন প্রসার ভারতীর সিইও পদেও ছিলেন। সাধারণ মানুষের সেবায় অশেষ অবদান তাঁর, তিনি দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন।


দীনেশ ত্রিবেদী ২০২০ সালের ৩ এপ্রিল রাজ্যসভায় তৃণমূলের সাংসদ নির্বাচিত হয়েছিলেন। ২০২৬ সালের ২ এপ্রিল মেয়াদ শেষ হওয়ার কথা ছিল তাঁর। কিন্তু চলতি বছরের ১২ ফেব্রুয়ারি পদত্যাগ করেন তিনি। বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ। তাঁর সেই জায়গাতেই এবার জহরকে নিযুক্ত করতে চলেছে তৃণমূল। আগামী ৯ আগস্ট ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে এবং ওইদিনই ফল ঘোষণা করা হবে।

আলাপন বন্দ্যোপাধ্যায় কাণ্ডে জহর সরকার সরাসরি কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছিলেন। সাফ বলেছিলেন, আলাপন বন্দ্যোপাধ্যায়কে বদলির সিদ্ধান্ত রুচি- আইনসম্মত নয়। রাজনৈতিক মহলের একাংশের মতে, সেই সময় মমতা সরকারের পাশে থাকারই পুরস্কার পেলেন জহর।