এখনই লোকসভা ভোট হলে ২৯৬ থেকে ৩২৬টি আসন পেতে পারে গেরুয়া শিবির, বলছে সমীক্ষা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বছর ঘুরলেই লোকসভা ভোট। ইতিমধ্যেই দেশের সবগুলো রাজনৈতিক দল তোড়জোড় শুরু করে দিয়েছে। তবে এখনই লোকসভা ভোট হলে কোন দল কতগুলো আসন পাবে? কি বলছে সমীক্ষা?
টাইমস নাও ইটিজি সমীক্ষা অনুযায়ী, এখনই লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হলে এনডিএ পেতে পারে ২৯৬ থেকে ৩২৬টি আসন। অর্থাৎ এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোট।
সমীক্ষা বলছে, বিজেপি একাই ম্যাজিক ফিগার পার করবে। তবে ২০১৯ সালের লোকসভা ভোটের থেকে তাদের আসন সংখ্যা কমতে পারে। তবে বিজেপি একাই ৩০০-র কাছাকাছি আসন পেতে পারে বলে বলছে সমীক্ষা।
এদিকে, বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট কতগুলি আসন পেতে পারে? টাইমস নাও ইটিজির সমীক্ষা বলছে, এখনই ভোট হলে বিরোধীদের পেতে পারে মাত্র ১৬০ থেকে ১৯০টি আসন। সমীক্ষার দাবি, একজোট হয়েও বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে পারবে না ইন্ডিয়া জোট।
সমীক্ষা অনুযায়ী, হিন্দি বলয়ে একচেটিয়া ভোট পেতে পারে বিজেপি তথা এনডিএ। সমীক্ষা বলছে, উত্তর ভারতের রাজ্যগুলির মোট লোকসভা আসনের ৮০ শতাংশ পেতে পারে বিজেপি।
সমীক্ষা বলছে, উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে বিজেপি পেতে পারে ৭০টি আসন। এছাড়া, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলিতেও এনডিএ-কে হারাতে পারবে না ইন্ডিয়া জোট। তবে দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোট ভালো ফল করবে বলছে সমীক্ষা।