Tahawwur Rana: কূটনৈতিক ক্ষেত্রে বড় সাফল্য, ২৬/১১ মুম্বাই হামলার অন্যতম অভিযুক্তকে ভারতের হাতে তুলে দিচ্ছে আমেরিকা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: কূটনৈতিক ক্ষেত্রে বড় সাফল্য ভারতের। আমেরিকার জেলে বন্দি ২৬/১১ মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান ব্যবসায়ী তাহাউর রানাকে (Tahawwur Hussain Rana) ভারতের হাতে তুলে দিচ্ছে বাইডেন সরকার।
এর আগে ওয়াশিংটনের ফেডারেল আদালত রানাকে মে মাসে ভারতে প্রত্যাবর্তনের নির্দেশ দিয়েছিল। তবে আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন রানা। তবে তার সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত। যার ফলে রানার ভারতে প্রত্যাবর্তনে আর কোনও বাঁধা রইলো না।
উল্লেখ্য, ২০০৮ সালের মুম্বাই হামলায় জড়িত রানা। তাকে ভারতের প্রত্যর্পণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আবেদন জানানো হয়। মুম্বাই হামলায় ৬ আমেরিকান সহ ১৬০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল।