Wednesday, October 9, 2024
রাজ্য​

এখনই লোকসভা ভোট হলে বাংলায় ১৬-১৮টি আসন জিততে পারে বিজেপি, বলছে সমীক্ষা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বছর ঘুরলেই লোকসভা ভোট। ফের ক্ষমতায় ফিরতে জোরকদমে প্রচার শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। তবে এখনই লোকসভা ভোট পশ্চিমবঙ্গে কতগুলো আসন পেতে পারে? কি বলছে সমীক্ষা?

টাইমস নাও ইটিজি সমীক্ষা অনুযায়ী, এখনই লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হলে পশ্চিমবঙ্গে ১৬ থেকে ১৮টি আসন পেতে পারে বিজেপি। উল্লেখ্য, বাংলার মোট লোকসভা আসন ৪২টি। 

২০১৯ সালের লোকসভা ভোটে বিজেপি পেয়েছিল ১৮টি আসন। এবারও তার ধারেকাছে থাকবে বলে জানিয়েছে টাইমস নাও ইটিজি সমীক্ষা। 

সমীক্ষা অনুযায়ী, বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট পশ্চিমবঙ্গে পেতে পারে ২৩ থেকে ২৭টি আসন।