Tuesday, May 7, 2024
দেশ

কাশ্মীরে স্কুলের উন্নয়নে ৪০ লক্ষ টাকা অনুদান সচিনের

নয়াদিল্লি, ৩০ মার্চঃ কাশ্মীরের একটি স্কুল তৈরির জন্য নিজের সাংসদ কোটার তহবিল থেকে ৪০ লক্ষ টাকা অনুদান করলেন ক্রিকেটের কিংবদন্তী তথা ক্রিকেটার-সাংসদ সচিন তেন্ডুলকর। বান্দিপোরার জেলাশাসক ও ডিস্ট্রিক্ট কালেক্টরকে চিঠি লিখে ২০০৭ সালে স্থাপিত হওয়া ইমপেরিয়াল এডুকেশনাল ইনস্টিটিউচ ড্রাগমুলা নামে ওই স্কুলটির উন্নয়নের জন্য টাকা পাঠানোর কথা জানিয়েছেন সচিন।

জানা গিয়েছে, তাঁর পাঠানো অর্থে স্কুলের একটি নতুন স্কুল বিল্ডিং, চারটি ল্যাবেরটরি, একটি প্রার্থনা ঘর, একটি প্রশাসনিক ব্লক ও ছয়টি শৌচালয় নির্মাণ করা হবে বলেও চিঠিতে উল্লেখ করেছেন সচিন। যদি সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের নিয়মানুযায়ী সাহায্য করা সম্ভব হয়, তাহলে এই চিঠি পাওয়ার ৭৫ দিনের মধ্যে আবেদন মঞ্জুর করা উচিত।

তবে এবারই প্রথম নয় এর আগেও সচিন পশ্চিমবঙ্গ সহ ২০টি শিক্ষা প্রতিষ্ঠানকে সাহায্য করেছেন তিনি। এখনও পর্যন্ত গোটা দেশের বিভিন্ন জায়গার ২০টি স্কুল-কলেজের উন্নয়নের জন্য মোট ৭ কোটি ৪ লক্ষ টাকা দিয়েছেন ক্রিকেটার সাংসদ সচিন তেন্ডুলকর।