Tuesday, May 7, 2024
খেলা

আইপিএল টাইটেল স্পনসরের দৌড়ে সামিল হল টাটা

মুম্বাই: ২০২০ আইপিএলের টাইটেল স্পনসরের দৌড়ে নাম লেখাল টাটা অ্যাণ্ড সন্সের সাম৷ গালওয়ান কান্ডের পর চিনা পণ্য বয়কটের জোরালো দাবি ওঠে। এরপরেই চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা ভিভো আইপিএলের টাইটেল স্পনসর থেকে সরে দাঁড়ায়। এরপর সোমবার চলতি মরশুমের আইপিএলের টাইটেল স্পনসরের জন্য টেন্ডার আহ্বান করে বিসিসিআই৷

টেন্ডার আহ্বান করা পর একের পর এক বড়ো বড়ো কোম্পানি স্পনসরশিপের দৌড়ে সামিল হচ্ছে। তালিকায় টাটাও সামিল হয়েছে। আগামী ১৮ আগস্টের মধ্যে বিড জমা দিতে হবে৷ তার পরই সবেচেয়ে দর হাঁকানো সংস্থাকে সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিতে হতে চলা আইপিএলের টাইটেল স্পনসর হিসেবে বেছে নেবে বিসিসিআই৷

জানা গিয়েছে, আইপিএলের স্পনসর করতে আগ্রহ দেখিয়েছে বাবা রামদেবের আয়ুর্বেদ সংস্থা পতঞ্জলি। তালিকায় রয়েছে শিক্ষা প্রযুক্তি সংস্থা আনাকাডেমি৷ বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, তাদের আশা যে ভিভোর চেয়ে বেশি টাকায় বিডও এই বছরের আইপিএলের জন্য হতে পারে। অর্থাৎ ৪৪০ কোটি টাকার বেশি টাকা থেকে বিড শুরু হতে পারে। ১৮ আগষ্টের মধ্যে বিড জমা দিতে হবে।

বিসিসিআই ভিভোর সঙ্গে বাৎসরিক ৪৪০ কোটি টাকার চুক্তিকে স্থগিত করেছে। এখন বোর্ডের এত টাকা দেওয়ার মতো স্পনসর পাওয়া মুশকিল। এ বিষয়ে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, আমি এটাকে আর্থিক সংকট বলব না। এটা একটা স্রেফ ছোট্ট একটা ধাক্কা।

বিসিসিআইয়ের বিজ্ঞপ্তিতে সাফ জানানো হয়েছে, আইপিএল ২০২০-এর টাইটেল স্পনসরশিপ পাওয়ার ক্ষেত্রে আগ্রহী সংস্থাগুলিকে ৩০০ কোটির বেশি দর হাঁকাতেই হবে। এর নিচে বিড করলে সংশ্লিষ্ট সংস্থার দরপত্র বাতিল করা হবে।