Friday, January 17, 2025
আন্তর্জাতিক

Taliban: জনসমক্ষে পুরুষদের চেহারা দেখালে নারী তার মূল্য হারায়: তালিবান

কলকাতা ট্রিবিউন ডেস্ক: তালিবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকেই মহিলাদের উপর একের পর এক বিধিনিষেধ আরোপ করেই আসছে। এবার হিজাবের সমর্থনে তালিবান সরকারের এক মুখপাত্র বলেছেন, জনসমক্ষে পুরুষরা নারীদের খোলামেলা পোশাকে দেখলে নারী তার মূল্য হারায়। তাই আফগানিস্তানের ধর্মীয় পণ্ডিতরা একমত হয়ে ঠিক করেছেন বাড়ির বাইরে যাওয়ার সময় নারীদের চেহারা অবশ্যই ঢেকে রাখতে হবে।

২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকেই মহিলাদের জন্য হিজাব বাধ্যতামূলক করেছে তারা। এ প্রসঙ্গে তালিবান সরকারের নীতি ও নৈতিকতাবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র মহম্মদ সাদিক আকিফ বলেন, নারীদের চেহারা প্রকাশ্যে দেখা গেলে ফিতনা (পাপে) পড়ার সম্ভাবনা থাকে। 

আকিফ বলেন, বড় শহরে নারীদের হিজাব ছাড়া বাইরে যাওয়া খুব খারাপ। নারীদের চেহারা ঢেকে রাখার ব্যাপারে ধর্মীয় পণ্ডিতরাও একমত।

আকিফ বলেন, ‘এমন না যে নারীদের চেহারার কোনো ক্ষতি হবে। একজন নারীর নিজস্ব মূল্য থাকে। আর কোনো পুরুষ তার দিকে তাকালে সেই মূল্য কমে যায়। হিজাব পরা নারীদের আল্লাহ সম্মান দেন এবং এর মূল্য আছে।

ক্ষমতায় আসার পর থেকে তালিবান নারীদের ওপর নানা বিধিনিষেধ আরোপ করেছে। নারীদের উচ্চশিক্ষা, চাকরি, বিনোদন কেন্দ্রে যাওয়া, বাইরে ঘোরাফেরায় বিধিনিষেধ দেওয়া হয়। সম্প্রতি আফগানিস্তানে বিউটি পার্লার বন্ধ করে দিয়েছে তালিবান সরকার। Time