Thursday, December 5, 2024
কলকাতা

Rajanya Halder: রাজন্যাকে যাদবপুর TMCP ইউনিটের সভাপতি করলো তৃণমূল

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রাজন্যা হালদারকে (Rajanya Halder) পুরষ্কৃত করলো তৃণমূল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে টিএমসিপি (TMCP) ইউনিটের সভানেত্রী করা হলো রাজন্যা হালদারকে। চেয়ারপার্সন করা হয়েছে সঞ্জীব প্রামাণিককে। 

শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরামর্শেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চলতি বছরের একুশে জুলাইয়ের মঞ্চে নজর কেড়েছিলেন রাজন্যা। এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়ে ‘আক্রান্ত’ হন রাজন্যা। এরপরেই তাকে পদে বসালো তৃণমূল।