Anubrata Mondal: জেলের মধ্যেই অসুস্থ হয়ে পড়লেন অনুব্রত মন্ডল, ভর্তি করা হলো তিহার জেল হাসপাতালে
কলকাতা ট্রিবিউন ডেস্ক: শুক্রবার সকালে অসুস্থবোধ করেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত। শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয় তার। তড়িঘড়ি তাকে ভর্তি করা হয় তিহার জেল হাসপাতালে। সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। অনুব্রতকে অন্য কোনও হাসপাতালে পাঠানো হবে কিনা তা খতিয়ে দেখছেন তিহার জেলের চিকিৎসকরা।
উল্লেখ্য, গরু পাচার মামলায় গ্রেফতার করা হয় অনুব্রত মন্ডলকে। দীর্ঘদিন ধরে অসুস্থতার কথা বলে জামিনের আবেদন করে আসছেন তিনি। তবে আদালতের তরফে প্রতিবারই তার জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়।
অনুব্রতর আগে থেকেই বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট সমস্যা রয়েছে। হার্টে ৭৫ শতাংশ ব্লকেজ। লিভার খারাপ, দিনে দু’বেলা ইনসুলিন নিতে হয়।