Thursday, November 7, 2024
বিনোদন

বিয়ের ৬ মাসের মধ্যেই মা হলেন স্বরা ভাস্কর, মেয়ের নাম রাখলেন রাবিয়া আহমেদ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ৬ মাস আগেই সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদকে বিয়ে করেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। আর বিয়ের ৬ মাসের মধ্যেই কন্যা সন্তানের জন্ম দিলেন স্বরা।

২৩ সেপ্টেম্বর, শনিবার ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। সোমবার ইনস্টাগ্রামে মেয়ের সঙ্গে ছবি শেয়ার করলেন স্বরা। মেয়ের নাম রেখেছেন রাবিয়া। 

যৌথ বিবৃতিতে স্বরা-ফাহাদ জানিয়েছেন, ‘দোয়া কবুল হয়েছে, আর্শীবাদ মিলেছে, একটা গান গুনগুন করছে একটা রহস্যাবৃত সত্য, আমাদের কন্যা সন্তান রাবিয়ার জন্ম হয়েছে ২৩ সেপ্টেম্বর। আমরা কৃতজ্ঞ, সকলকে ধন্যবাদ এতো ভালোবাসার জন্য, জগতটাকে একদম নতুন মনে হচ্ছে।’

উল্লেখ্য, ভিন ধর্মে বিয়ে নিয়ে কট্টরপন্থীদের রোষের মুখে পড়েছিলেন স্বরা-ফাহাদ। কিন্তু ধর্মের বেড়াজাল ভেঙে চলতি বছরের মার্চে বিয়ে করেন তারা!