এশিয়ান গেমসে ঐতিহাসিক সোনা জয় ভারতীয় মহিলা ক্রিকেট দলের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: চিনের মাটিতে ইতিহাস গড়ে সোনা জিতলো ভারতীয় মহিলা ক্রিকেট দল। এশিয়ান গেমসে প্রথমবার খেলতে নেমেই সোনা ভারতের মেয়েরা। সোমবার ফাইনালে শ্রীলঙ্কাকে ১৯ রানে হারিয়ে ইতিহাস গড়লো হরমনপ্রীত কৌররা।
ফাইনালে মাত্র ৬ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন বাংলার ১৯ বছর বয়সী পেসার তিতাস সাধু। বলে রাখি, সোমবারই ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরের শততম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ ছিল। নিজের কেরিয়ারের শততম টি-২০ ম্যাচে এশিয়ান গেমসে সোনা জিতলেন হরমনপ্রীত।