Friday, April 26, 2024
রাজ্য​

তৃণমূল নেতা ও তাদের বান্ধবীদের খাটের তলায় টাকার পাহাড়, তাই ২০০০ টাকার নোট বাতিলে আপত্তি মমতার: সুকান্ত মজুমদার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: শুক্রবার এক ঘোষণায় ২০০০ টাকার নোট বাতিলের কথা জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কেন্দ্রের এই সিদ্ধান্তকে তুঘলকি বলে উল্লেখ করেছেন। মমতা টুইটে লিখেছেন, “আরও একবার কেন্দ্রের তুঘলকি এবং খামখেয়ালি নোটবন্দির নাটক। ২০০০ টাকার নোট প্রত্যাহারের সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনে বড় প্রভাব ফেলবে। চূড়ান্ত হেনস্থার শিকার হবেন সকলে।”

এবার এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত করে নিলেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন কারণ, তাঁর দলের প্রচুর টাকা ২০০০ টাকার নোটে রাখা আছে। অর্পিতার খাটের তলায় যেমন ছিল, আরও অনেক নেতার ও তাদের বান্ধবীদের খাটের তলায় এরকম আছে। তাই মুখ্যমন্ত্রী খুব চিন্তায় পড়ে গেছেন, ২০০০ টাকাগুলোর কি হবে? এবার থেকে ২০০০ টাকার নোট জমা দিতে গেলে পরিচয়পত্র দেখাতে হবে। সাধারণ মানুষের কাছে কোনও ২০০০ টাকার নোট নেই। আমার কাছেও এখন কোনও ২০০০ টাকার নোট নেই।’

সুকান্ত মজুমদার আরও বলেন, ‘এটা নীতিগত সিদ্ধান্ত। রিজার্ভ ব্যাঙ্ক ও সরকার যৌথভাবে এই সিদ্ধান্তগুলো নেয়। অর্থনীতিতে বড় নোট যত থাকে তত জাল নোটের সম্ভাবনা বাড়ে।’

একই প্রদেশ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর গলাতেও। তিনি বলেন, ‘সাধারণ গরিব মানুষের ২০০০ টাকার প্রয়োজন পড়ে না। তাদের ছোট নোটের প্রয়োজন হয়। ২০০০ টাকার নোটের প্রয়োজন পড়ে কাদের? যাদের টাকা লুকাতে হয়।’