‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে চেষ্টা করবে ভারত’, জি-৭ বৈঠকে জেলেনস্কিকে আশ্বাস মোদীর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: জাপানের হিরোশিমায় চলছে জি-৭ বৈঠক। বৈঠকে যোগ দিতে শুক্রবার জাপানে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে জি-৭ বৈঠকের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক করেন মোদী। শনিবার প্রথম মুখোমুখি সাক্ষাৎ করেন মোদী ও জেলেনস্কি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ১৫ মাস পর এই প্রথম ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গেছে, জেলেনস্কির সঙ্গে ৩০ মিনিটের বৈঠক করেন মোদী।

বৈঠকে জেলেনস্কিকে সাহায্যের আশ্বাস দিয়ে মোদী বলেন, ‘আলোচনার মাধ্যমে যুদ্ধাবসানে ভারতের তরফে সব রকম চেষ্টা করা হবে। এই যুদ্ধ থামাতে আমি ব্যক্তিগতভাবে যতটা সম্ভব চেষ্টা করব। যুদ্ধকে আমি রাজনৈতিক বা অর্থনৈতিক সমস্যা বলে দেখি না বরং এটি মানবতা ও মানবিক মূল্যবোধের সমস্যা। বিগত দেড় বছরে আমরা ফোনে একাধিকবার কথা বলেছি তবে দীর্ঘ সময় পরে এই প্রথম আমাদের সাক্ষাতের সুযোগ হল। রাশিয়া- ইউক্রেন যুদ্ধ গোটা বিশ্বের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু। গোটা বিশ্বে এই যুদ্ধের বিরূপ প্রভাব পড়েছে।’