Sunday, September 15, 2024
কলকাতা

প্রথমে বলা হয়েছিল এটা আত্মহত্যা, তারপরে দেহ ‘লুট’, সত্যিটা কী ধামাচাপা দেওয়া হচ্ছে? কাকে আড়াল করতে চাইছে? সিবিআই তদন্তের দাবি বিজেপির

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আরজি কর হাসপাতালে মেডিক্যাল পড়ুয়া তরুণী চিকিৎসকের ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল গোটা পশ্চিমবঙ্গ। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত তার অপরাধের কথা স্বীকারও করে নিয়েছেন। এমনকি নিরুত্তাপভাবে বলেছেন ‘দিলে ফাঁসি দিন’। তবুও এই ঘটনায় কিছু প্রশ্ন উঠছে। প্রথমে বলা হয়েছিল এটা আত্মহত্যার ঘটনা। তারপরে দেহ ‘লুট’ করা হয় বলে অভিযোগ। ময়নাতদন্তের পরে মৃতের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। কিছু কী লুকানো হচ্ছে এই ঘটনায়? কাকে আড়াল করতে চাইছে?

মৃতের হাত, আঙুল, পা, পেট-সহ দেহের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন, চোখ দিয়ে রক্ত বের হয়, পেলভিসের হাড় ভেঙে গিয়েছে। ফরেনসিক রিপোর্টে স্পষ্ট ধর্ষণ করে খুন করা হয়েছে।

এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি প্রশ্ন তোলেন, “নারকীয় ঘটনা ঘটেছে। শ্বাসরোধ করা হয়েছে, কলার বোন ভেঙ্গে গেছে। এটা কি একজনের পক্ষে সম্ভব? আমার মত সাধারণ মানুষের মনে হচ্ছে একজনের পক্ষে এটা সম্ভব নয়। ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। আমরা এই ঘটনার সিবিআই তদন্তের দাবি জানাই।”