Sunday, September 15, 2024
কলকাতা

‘RG KAR কাণ্ডে হঠাৎ পাল্টি খেয়ে মুখ্যমন্ত্রী CBI তদন্তের কথা বলছেন কেন? অনেকগুলি বিষয় নিয়ে ভাবা উচিত’, বিস্ফোরক তরুণজ্যোতি তিওয়ারি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আরজি কর হাসপাতালে মেডিক্যাল পড়ুয়া তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এই ঘটনায় অনেকগুলি বিষয় ভেবে দেখার কথা বললেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। তাঁর মতে, পুলিশ প্রশাসন কিছু লুকানোর চেষ্টা করছেন।

টুইটে তরুণজ্যোতি তিওয়ারি লিখেছেন, “RG KAR ধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী CBI তদন্তের কথা বলছেন কেন? হঠাৎ পাল্টি কেন? অনেক কটা বিষয় আছে একটু বিষয়গুলো নিয়ে ভাবা উচিত।

আসলে আমাদের মুখ্যমন্ত্রী বোকা নন।। তিনি জানেন যে ধর্ষিতা ছাত্রীর পরিবার CBI তদন্ত চাইলেই হবে না কারণ পশ্চিমবঙ্গ সরকার General Consent তুলে দিয়েছে প্রায় বছর ছয়েক হলো।। তার ইচ্ছা যদি সৎ থাকতো তাহলে সরকারের পক্ষ থেকে এই মামলার তদন্তভার CBI কে দেওয়া উচিত ছিল।

RG KAR নিয়ে তদন্ত হলে অনেক কিছু সামনে আসবে। মুখ্যমন্ত্রী ভালো করেই জানেন যে তার প্রাণের থেকে প্রিয় RG KAR এর সুপার কোন কোন দুর্নীতির সাথে যুক্ত। বারবার সন্দীপ ঘোষ পার পেয়ে যায় কেন তার উত্তর মুখ্যমন্ত্রী আগে দিক।

একটা হাসপাতালে সেখানকার ডাক্তারের সুরক্ষা থাকবে না? কাউকে না পেয়ে একটা সিভিক পুলিশকে ধরে বলে দেবে যে এই করেছে? 

একটা ছেলের পক্ষে এই কাজ করা সম্ভব নয়, একাধিক মানুষ মিলে এই কাজটা করেছে।। যদিও ধর্ষকদের মানুষ বলে আমি অন্তত মনে করি না।।

যে কলকাতা পুলিশ একটা পকেটমার ঠিকঠাক ধরতে পারে না সেই কলকাতা পুলিশ নতুন নতুন রোগের নাম বলছে কেন? 

এই ঘটনাকে আত্মহত্যার ঘটনা বলে চালানোর চেষ্টা কেন হয়েছিল? 

কি ঘটনা লুকানোর চেষ্টা করছে পুলিশ এবং প্রশাসন? 

RG Kar একটা দুর্নীতির আখড়াতে পরিণত হয়েছে এবং পুরোটাই জানে মুখ্যমন্ত্রী।

আপনারা নিশ্চয়ই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর নামটা জানেন। না জানলে খোঁজ নিন।”