Sunday, September 15, 2024
আন্তর্জাতিক

বাংলাদেশে সেনা নিরাপত্তায় থানায় ফিরলো পুলিশ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ধীরে ধীরে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। তবে এখনও বিক্ষিপ্তভাবে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, আন্দোলন, হামলার ঘটনা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন থানায় সীমিত পরিসরে কার্যক্রম শুরু হয়েছে। 

পুলিশ সদর দপ্তর সূত্রে খবর, ৬৩৯ থানার মধ্যে শুক্রবার পর্যন্ত ৩৬১টি থানায় কার্যক্রম শুরু হয়েছে। থানাগুলোর নিরাপত্তায় সেনা মোতায়েন করা হয়েছে। ঢাকার ২৯টি থানা-সহ দেশের ৪১৭টি থানায় ইতিমধ্যে সেনা মোতায়েন করা হয়েছে। তবে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া থানাগুলোতে এখনও কার্যক্রম শুরু হয়নি।

উল্লেখ্য, আন্দোলনে পুলিশের (Bangladesh Police) গুলিতে নিহত হয় বেশ কয়েকজন। এরপরে বিক্ষোভকারীরা পুলিশের উপরে পাল্টা আক্রমণ চালায়। বেশ কয়েকটি থানায় আগুন ধরিয়ে দেওয়া হয়। অবস্থা বেগতিক দেখে কর্মবিরতি ঘোষণা করেছিল বাংলাদেশ পুলিশ। এবার সেনা নিরাপত্তায় থানায় ফিরছে তারা।