Monday, May 6, 2024
দেশ

‘আমাদের স্লোগান জয় শ্রীরাম, তৃণমূলের থ্রি এক্স রাম’

কলকাতা: আগামী রবিবার(২৫ মার্চ) রামনবমী। আর রামনবমীকে ঘিরে বাকযুদ্ধে পারদ চড়ছে তৃণমূল কংগ্রেস ও বিজেপির।তবে এবার বিজেপির পাশাপাশি তৃণমূলও রামনবমী পালন করব! তার আগে চরমে দু’দলের মধ্যে বাকযুদ্ধে পারদ চড়ছে। রামনবমী পালন নিয়ে বৃহস্পতিবার রাজ্যের শাসক দলকে তীব্র কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, আমাদের স্লোগান জয় শ্রীরাম, তৃণমূলের থ্রি এক্স রাম। যে রামের সঙ্গে নেই, সে দেশের থেকে বিচ্ছিন্ন। যারা আগে বিরোধিতা করত, তারাই এখন রামনবমী করছে।

পাল্টা আক্রমণের পথে হেঁটেছে তৃণমূল নেতৃত্বও। রাজ্যের ক্রেতাসুরক্ষামন্ত্রী সাধন পাণ্ডে বলেন, পুরুষোত্তোম রাম। তাঁকে নিয়ে এসব কথা খুব খারাপ। মাথার সমস্যার হচ্ছে বলতে হবে। আমি ডাক্তার দেখিয়ে দেব।

পাল্টা দিলীপ ঘোষ বলেন, দেরিতে হলেও বুঝতে পেরেছে, সবই ভোটের জন্য। রামনবমী নিয়ে তৃণমূলকে খোঁচা দিলীপ ঘোষের এবার কী স্লোগান দেবে ওরা?

পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, যত বলবে, তত সরবে। বুধবার রামনবমী পালনের প্রসঙ্গ টেনে নাম না করে বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তোলেন বিভেদের রাজনীতির অভিযোগ। বলেছিলেন, ওরা শুধু হিন্দু-মুসলিম ভাগাভাগি করে, মন্দির-মসজিদ ভাগাভাগি। শিখ-খ্রিস্টানে ঝগড়া লাগায়। কিন্তু বাংলার মতো শান্তি কোথাও নেই। আপনারা রামনবমী, মহাবীর জয়ন্তী, সুন্দর করে পালন করুন। পরম্পরা মেনে ভাল করে পালন করুন। কিন্তু রাজনীতির নাম করে ধর্মীয় উন্মাদনা নিয়ে কেউ যাতে আমাদের আঘাত করতে পারে, সে দিকে লক্ষ্য রাখতে হবে।

প্রসঙ্গত এবার রাম নবমীতে অনুমতি না দিলে অস্ত্র নিয়ে মিছিল নয়। জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশকেই কড়া চ্যালেঞ্জ জানিয়েছেন বিজেপির দিলীপ ঘোষ। তিনি বলেছেন, গদা নিয়ে রাস্তায় নামব, দেখি কী হয়।