Saturday, May 11, 2024
দেশ

মোদীকে টেক্কা দিতে শক্তিশালী বিরোধী জোট গঠনে সোনিয়া

নয়াদিল্লি: আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন বিজেপি জোটকে টেক্কা দিতে শক্তিশালী একটি বিরোধী জোট গঠন করছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। এ কারণে বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ ও আঞ্চলিক রাজনৈতিক দলগুলোকে বিজেপির বিরুদ্ধে একট্টা করতে চাইছেন তিনি।

সম্প্রতি এ ধরনের ১৯টি বিরোধী দলের নেতাদের এক নৈশভোজে আমন্ত্রণ জানান সোনিয়া গান্ধী। এতে উপস্থিত ছিলেন- কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী দলের প্রবীন নেতা মনমোহন সিংহসহ দলের শীর্ষ নেতারা। আগে কংগ্রেসের শরিক দল ছিল সতেরো।

মোদী-বিরোধী জোটের রাশ নিজের হাতে নিয়ে রাহুল গান্ধী গ্রহণযোগ্যতাও বাড়ানোর এটি একটি প্রয়াশ। বিরোধী-জোটের ওই সভায় প্রতিনিধি পাঠালেও নিজে আসেননি মমতা বন্দ্যোপাধ্যায়, মায়াবতী বা অখিলেশ। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখেই সোনিয়ার প্রশ্ন, ‘মমতা কেমন আছেন? বাংলায় কী পরিস্থিতি?’ সুদীপ বললেন, ‘ভালো। বাংলায় তৃণমূলই সেরা।’ সিপিএমের মহম্মদ সেলিমকে আবার এটা-ওটা খাওয়ার অনুরোধ করে সোনিয়া বললেন, ‘ওহ্, বাংলার কোনও ডিশ নেই না? তবে রসমালাই তো আছে।’

ভোজ শেষে টুইট করে রাহুল বলেন, অসাধারণ নৈশভোজ। নানা দলের নেতাদের সঙ্গে ঘরোয়া স্তরে ঘনিষ্ঠতা বাড়ানোর সুযোগ। অনেক রাজনৈতিক কথা হল। তার থেকেও গুরুত্বপূর্ণ ইতিবাচক শক্তি, উষ্ণতা ও অকৃত্রিম স্নেহ।’