Monday, May 13, 2024
দেশ

লুঙ্গি পরায় গুজরাটে বেধড়ক মার ৭ যুবককে

গান্ধীনগর: লুঙ্গি পরায় গুজরাটে বেধড়ক মার খেত হল সাত যুবককে। সোমবার রাতে গুজরাটে সামায় ওই ৭ যুবকের ওপরে হামলা করে এলাকার লোকজন। ওই হামলার ঘটনায় আহত শত্রুঘ্ন যাদব একজন সিভিল ইঞ্জিনিয়ার এবং অন্য ৬জন কলের মিস্ত্রি। এরা সবাই বিহারের মধুবনি জেলার বাসিন্দা।

উল্লেখ্য সবরকাঁথা জেলায় এক শিশুর ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে বিহারের মানুষজনদের ওপরে হামলা বেড়েছে। পুলিশ অবশ্য জানিয়েছে, এই ঘটনার সঙ্গে তাঁদের বিহারী হওয়ার কোনও সম্পর্ক নেই। হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ এখনও পর্যন্ত কেয়ুর পারমার নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, ভদোদরা পুরসভার অধীনে একটি প্রাথমিক স্কুলে জলের কাজ চলছিল। কাজ শেষে রাতের দিকে সকলে লুঙ্গি পরে বসেছিলেন। সেই সময় তিন যুবক তাঁদের কাছে এমন পোশাক পরে থাকার কৈফিয়ত চায়। সেখান থেকে শুরু হয় বচসা। যা গড়ায় হাতাহাতি ও থানা পর্যন্ত।

প্রহৃত শত্রুঘ্ন যাদব জানিয়েছেন, বচসার সময় তিনি পুলিশকে ফোন করেন। পুলিশকে দেখতে পেয়ে তখনকার মতো পালিয়ে  গেলেও পরে তারা দলবল নিয়ে ঘটনাস্থলে ফেরে। তারা এসে যাদবের ঘর ভাঙচুর করে। তাঁর বাইকে আগুন লাগিয়ে দেয়। ভাঙা হয় ঘরের আসবাবপত্র।

সামার পুলিশ কমিশনার অনুপম সিং জানিয়েছেন, লুঙ্গি পরার জন্য এলাকার লোকজন ওইসব শ্রমিকদের সতর্ক করেছিল। কিন্তু তা শোনেনি ওই শ্রমিকরা। সোমবার এনিয়ে ফের বচসা বাধে শ্রমিকদের। তার জেরেই এই হামলা।